ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৭৪৬

 পাকিস্তানকে ৩৩৭ রানের টার্গেট দিল ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৮ ১৬ জুন ২০১৯  

বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরও ভারত  ৫০ ওভার ব্যাট করে পাকিস্তানকে ৩৩৭ রানের টার্গেট দিলো ভারত।

এই লক্ষ্য পার হতে ইতিহাস গড়তে হবে পাকিস্তানকে। বিশ্বকাপে সর্বোচ্চ ৩২৭ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে।  পাকিস্তানকে জিততে হলে এই রেকর্ড ভাঙতে হবে।
 এখনো সমর্থকদের কাছে সবচেয়ে আলোচিত ভারত ও পাকিস্তানের ম্যাচে। ম্যাচের ৪৬.৪ ওভারের সময় নামে এবারের বিশ্বকাপে বহুল আলোচিত বৃষ্টি। মুষলধারে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত থমকে দাঁড়ায় ভারত-পাকিস্তান মহারণ। তবে কিছুক্ষণ বৃষ্টির পর ম্যাচ আবারও মাঠে গড়ায় এবং শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে ভারত।

বৃষ্টি এবারের বিশ্বকাপে  বড় শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে। বেশ কয়েকটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি বাগড়া দিতে পারে, অনেক আগে থেকেই পূর্বাভাস জানা যাচ্ছিল। অবশেষে সেই বৃষ্টি এলো, একেবারে মোক্ষম সময়ে।  বৃষ্টি বাধা উপেক্ষা করেই ভারতের ইনিংস পুরো শেষ করা হয়েছে।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ভারতকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তান। ব্যাট করতে নেমে শুরু থেকে কিছুটা সাবধানি ব্যাটিং করতে থাকে ভারতের দুই ওপেনার। এরপর ধীরে ধীরে হাত খুলতে থাকে তাদের। এক সময় এসে রান তোলার গতি প্রায় ৬ রানেরেটে গিয়ে পৌঁছায় ভারতের।

শুরুতে মোহাম্মদ আমিরের প্রথম ওভারটা বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করলো দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল এবং রোহিত শর্মা। যে কারণে প্রথম ওভারেই মেডেন নিয়ে নিলেন আমির।

পাকিস্তানি বোলারদের মধ্যে মোহাম্মদ আমির ৪৭ রান দিয়ে নেন ৩ উইকেট। হাসান আলি এবং ওয়াহাব রিয়াজ নেন ১টি করে উইকেট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর