ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৮৬৫

অলরাউন্ডার সাকিবের বিশ্বরেকর্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:২১ ৩ জুন ২০১৯  

কিছুদিন আগে রশিদ খানকে হটিয়ে ওয়ানডেতে অলরাউন্ডারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান। আজ লন্ডনের ওভালে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট করতে মাঠে নেমেই সাকিব আল হাসান গড়েছেন বেশ কয়েকটি বিরল রেকর্ড।

সাকিব আল হাসান এর আগে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপ শুরু করেছিলেন অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে। ২০১৯ বিশ্বকাপও শুরু করলেন শীর্ষে থেকেই। ইতিহাসের কোনো খেলোয়াড়ই র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে টানা তিনটি বিশ্বকাপ শুরু করতে পারেনি। সাকিবই র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে ৩টি বিশ্বকাপ খেলা একমাত্র ক্রিকেটার হয়ে গেলেন।

আজকের ম্যাচের আগে সাকিব আরো একটি রেকর্ডের সামনে ছিলেন। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট রান ছিল ১০৯৯৫। আজকের ম্যাচে ব্যক্তিগত ৫ রানের মাথাতেই দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে ১১হাজারি রানের ক্লাবে প্রবেশ করলেন সাকিব আল হাসান। সাকিবের আগে কেবল তামিমই (১২৫৯২ রান তামিমের) এ ক্লাবে প্রবেশ করেছেন।

সাকিব আরো একটি রেকর্ডের অর্জন করেছেন। প্রথম ম্যাচে  ১টি উইকেট পেয়ে  ওয়ানডে ক্যারিয়ারের ২৫০টি উইকেটের মাইলফলকে যুক্ত হয়েছেন। 
সাকিবের আগে ওয়ানডেতে ২৫০ উইকেট ও ৫০০০ রানের ডাবল আছে মাত্র চারজনের। ২০০ ম্যাচের আগে কেউ এ রেকর্ড ছুঁতে পারেনি।  উইকেট পেয়ে ক্যারিয়ারের ১৯৯তম ম্যাচেই এ বিরল রেকর্ডের মালিক হলেন। সেই সাথে সাকিব আগের চারজনকেই ছাড়িয়ে গেলেন ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর