ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
good-food
২৮৩

আইপিএলের চূড়ান্ত নিলামে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৩ ২ ফেব্রুয়ারি ২০২২  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চূড়ান্ত নিলামের মেগা তালিকায় জায়গায় করে নিয়েছেন পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার। যদিও আগে বলা হয়েছিল আইপিএল খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন ৯ টাইগার ক্রিকেটার। তবে চূড়ান্ত নিলামে পাঁচজনের বেশি বাংলাদেশিকে রাখেনি বিসিসিআই।

 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মেগা নিলামের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে মোট ৫৯০ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করে বিসিসিআই। 

 

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে চূড়ান্ত নিলামে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। নিলামের আগেই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ও শামীম পাটোয়ারি প্রাথমিক তালিকা থেকেই বাদ পড়েন।

 

পাঁচ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যে সুযোগ পেয়েছেন সাকিব ও মোস্তাফিজ। প্রথম ধাপে প্রকাশ করা তালিকাতেই এ বিষয়টি চূড়ান্ত হয়েছিল। ৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।

 

বাকি তিন ক্রিকেটার লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামরা ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠবেন। এর মধ্যে লিটনকে রাখা হয়েছে ২১ নাম্বার, তাসকিন ৩১ নাম্বার এবং শরিফুলকে রাখা হয়েছে ৩৯ নাম্বার সেটে। সাকিব ও মোস্তাফিজ আইপিএলের নিয়মিত তারকা হলেও বাকি তিনজন এখনও আইপিএলে খেলেননি। এদের মধ্যে শরিফুল ইসলাম প্রথমবারের মতো আইপিএলের নিলামে নিজের নাম তুলেছেন।

 

মোট ৫৯০ জন ক্রিকেটারের মধ্যে বিদেশি রাখা হয়েছে ২২০ জন। সেখান থেকে আফগানিস্তানের রয়েছেন ১৭ জন। সর্বোচ্চ ৪৭ জন অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের ২৪ জন, আয়ারল্যান্ডের ৫ জন, নিউজিল্যান্ডের ২৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন, শ্রীলঙ্কার ২৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন, জিম্বাবুয়ের ১ জন, নামিবিয়ার ৩ জন, নেপালের ১ জন, স্কটল্যান্ডের ২ জন এবং যুক্তরাষ্ট্রের ১ জনকে রাখা হয়েছে নিলামের তালিকায়।

 

চলতি বছরের ২৭ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের ১৫তম আসর। এ আসরের সবগুলো ম্যাচই মহারাষ্ট্রের তিন ভেন্যুতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

 

উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের নিলাম। নিলামে অংশ নিবেন মোট ৫৯০ ক্রিকেটার। যেখান থেকে সর্বমোট ২২০ ক্রিকেটার দল পাবেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর