ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৭৪১

ফিরলেন সাকিব-তাসকিন, নেই মোস্তাফিজ

আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৬ ৩০ আগস্ট ২০১৯  

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। শুক্রবার  বিকেলে সাকিব আল হাসানকে অধিনায়ক করে দল ঘোষণা করা হয়।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া জায়গা হয়েছে এবাদত হোসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকতের। দলে নেই মোস্তাফিজুর রহমান। এছাড়া বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল খানকে। 
এদিকে সবশেষ টেস্ট সিরিজের দলে থাকলে ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার খালেদ আহমেদ।

১৫ সদস্যের স্কোয়াড :

সাকিব আল হাসান, সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে সাাদ পোশাকে নামবেন সাকিবরা।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর