ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৩০৩

আশা আছে ‘অবিক্রিত’ মুশফিক-মোস্তাফিজের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১১ ২০ ডিসেম্বর ২০১৯  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২০ আসরের নিলামে প্রথম দফায় বাংলাদেশের মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমানকে দলে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। তবে এখানেই শেষ হয়ে যায়নি তাদের আইপিএলে খেলার পথ। 
আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথম দফায় অবিক্রিত হলেও চূড়ান্ত পর্বে আবারও নিলামে উঠবেন তারা। সেক্ষেত্রে অবিক্রিতদের প্রতি আগ্রহ থাকতে হবে নিলামকারী দলগুলোর। তাই দ্বিতীয় দফায় ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়কে দলে ভেড়াতে পারে।
তবে এক্ষেত্রে বর্তমান ভিত্তিমূল্য অর্ধেকে নেমে আসবে। অর্থাৎ নিলামের প্রথম দফায় মুশফিকের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। সেটি হবে অর্ধেক। ঠিক তেমনি মোস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি রুপি। সেটি হবে অর্ধেক। 
গতকাল কলকাতায় হয়ে যাওয়া নিলামে বাংলাদেশের পাঁচ খেলোয়াড়ের নাম ছিল। কিন্তু মুশফিক-মোস্তাফিজকেই শুধু নিলামে ডাকা হয়। অন্য তিনজন মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে ডাকেনি আইপিএল কর্তৃপক্ষ।
এবারের নিলামে সবচেয়ে বেশি পারিশ্রমিকে দল পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ১৫ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। আরেক অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খরচ করছে কিংস ইলেভেন পাঞ্জাব।
এছাড়া দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ক্রিস মরিসকে ১০ কোটি রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চমক দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলও। ৮ কোটি ৫০ লাখ রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবে গেলেন তিনি। 
ওয়েস্ট উইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে ৭ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। নিলামের প্রথম দফায় সর্বমোট ৩৩৮ জন খেলোয়াড়ের নাম ছিল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর