ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
২৭২

ইডেন টেস্টে ব্যাটসম্যানরা ভয় পেয়েছে: পাপন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৭ ২৫ নভেম্বর ২০১৯  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে গোলাপি বলের ঐতিহাসিক টেস্টে টাইগার ব্যাটসম্যানরা ভয় পেয়েছে। তারা আতঙ্কে ছিল। 

সোমবার বিকেলে কলকাতা থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা বলেন তিনি।

পাকিস্তান সফরের বিষয়ে প্রশ্ন করা হলে বিসিবি প্রধান বলেন, এখন পর্যন্ত পাক নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।  তবে পর্যবেক্ষক দলের রিপোর্টের পর এ সফরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের পাকিস্তান সফর করার কথা। সেখানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর