ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
৩৬৯

উইকেটের বাউন্স কাজে লাগিয়ে সফল তাসকিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৮ ২৩ মার্চ ২০২২  

পুরো সিরিজেই দারুণ বোলিং করার পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে তাসকিনের ৫ উইকেটে টেম্বা বাভুমার দলকে মাত্র ১৫৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ক্যারিয়ারের দ্বিতীয়বার ৫ উইকেট পাওয়া তাসকিন জানিয়েছেন, বাউন্স কাজে লাগিয়েই সফল তিনি। 

 

ওয়ানডে ক্রিকেটের অভিষেক ম্যাচেই ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তাসকিন আহমেদ। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন দুর্দান্ত ফর্মে। তবে এর মাঝে বোলিং অ্যাকশনের সমস্যা, ইনজুরির সঙ্গে অফ ফর্ম। 

 

তাতে লম্বা সময় জাতীয় দলের বাইরে ছিটকে যান তাসকিন। সুযোগ মেলে সর্বশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও। এরপর থেকেই নিজেকে বদলে ফেলেন ডানহাতি এই পেসার। সর্বশেষ দুবছরে হয়ে উঠেছেন বাংলাদেশ পেস ইউনিটের বড় অস্ত্র।সেঞ্চুরিয়নে নিজের প্রক্রিয়ায় লেগে থাকার সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নে অটুট ছিলেন তাসকিন।

 

সেঞ্চুরিয়নে প্রথম ইনিংস শেষে তাসকিন জানিয়েছেন, উইকেট থেকে কিছুটা বাউন্স পেয়েছিলেন। সেটা কাজে লাগিয়ে নিজের লাইন লেন্থ বজায় রেখে বোলিংয়ে বৈচিত্র আনার চেষ্টা করেছেন ডানহাতি এই পেসার। সেই সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি তিনি। 

 

তাসকিন বলেন, ‘আমার পারফরম্যান্সে আমি খুশি। আমি আমার প্রক্রিয়ায় লেগে থাকার এবং পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছি। উইকেট থেকে আমি কিছুটা বাউন্স পেয়েছি। তাই আমি আমার লাইন লেন্থে লেগ থাকার চেষ্টা করেছি এবং কিছুটা বৈচিত্র পেয়েছি। আমি এই প্রক্রিয়া বিশ্বাস করি এবং গত দেড় বছরে আমি যা করেছি এটাই (আমার সাফল্যের) চাবিকাঠি।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর