ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৯৪

এবার ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ী করল স্কটল্যান্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৬ ১৭ অক্টোবর ২০২২  

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন জায়ান্ট বধে মেতেছেন পুচকেরা। প্রথম দিনে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে উৎসবে মাতে নামিবিয়া। সোমবার (১৭ অক্টোবর) ঘটল একই ঘটনা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বধ করেছে স্কটল্যাড। ক্যারিবীয়দের ৪২ রানে হারিয়েছে আইসিসির সহযোগী দলটি।

 

ম্যাচের মাঝপথে হানা দেয়। এর আগে শুরুটা দুর্দান্ত করে স্কটল্যান্ড। পাওয়ার প্লেতে ৫০ ছাড়িয়ে যায় তারা। কিন্তু বৃষ্টির পর ফিরে ব্যাকফুটে চলে যায় স্কটিশরা। তবে জর্জ মুন্সের অপরাজিত ফিফটিতে চড়ে উইন্ডিজের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় স্কটল্যান্ড।

 

হোবার্টে অনুষ্ঠিত এ ম্যাচে ৫৩ বলে ৬৬ রানের ইনিংস খেলেন ওপেনার মুন্সে। এতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করে স্কটিশরা। 

 

জবাব দিতে নেমে পাওয়ার প্লে-তে ২ উইকেটে ৫৩ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তবে পরে সেই ধারা বজায় রাখতে পারেননি ক্যারিবীয় ব্যাটাররা। আর ৪৯ রান যোগ করতেই হারিয়ে বসে ৭টি উইকেট। ব্যাটারদের যাওয়া-আসার মিছিলে ব্যতিক্রম ছিলেন জেসন হোল্ডার। ৩৩ বলে ৩৮ রান করে লড়াই চালান তিনি। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। পরাজয়ের ব্যবধানই কমিয়েছে তা কেবল। 

 

৯ বল বাকি থাকতেই ১১৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। হেরে যায় ৪২ রানের ব্যবধানে। হোল্ডার ছাড়া দলটির হয়ে কাইল মায়ার্স ২০, ব্রান্ডন কিং ১৭, এভিন লুইস ১৪ রান করেন। ব্যর্থ অধিনায়ক নিকোলাস পুরান আউট হন ২ রান করে। স্কটিশদের হয়ে মাত্র ১২ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার মার্ক ওয়াট। এছাড়া ব্রাড হুইল, মাইকেল লিস্ক ২টি করে উইকেট লাভ করেন। তবে ম্যাচসেরা হন অপরাজিত ফিফটি করা মুন্সে।

 

এর আগে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পুরান। ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার মুন্সে ও মাইকেল জোন্স দুর্দান্ত সূচনা এনে দেন। এই দুই ব্যাটার পাওয়ার প্লেতে তোলেন ৫৫ রান।

 

পরের ওভারে জোন্সকে বোল্ড করে সাজঘরে ফেরান ক্যারিবীয় পেসার হোল্ডার। বিদায়ের আগে জোন্স ১৭ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন। এরপর হোল্ডারের পরের ওভারে ফেরেন ম্যাথিউ ক্রসও (৩)। অধিনায়ক রিচি বেরিংটন হাত খুলে খেলার চেষ্টা করেন। কিন্তু তিনিও ১৪ বলে ১ ছক্কায় ১৬ রান করে আউট হয়ে যান।

 

ম্যাকলিওড ১৪ বলে ২৩, লিসাক ৪ ও ক্রিস গ্রিভস ১১ বলে অপরাজিত ১৬ রান করেন। এর সঙ্গে মুন্সের ক্যারিয়ারের অষ্টম ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান করে স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে হোল্ডার ও আলজারি জোসেফ ২টি করে উইকেট পান। এছাড়া ওডিন স্মিথের শিকার ১টি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর