ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৫৬৪

এমপি বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৭ ১৩ জুলাই ২০১৯  

ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সংসদ সদস্যদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিশ্বকাপ। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছিল বাংলাদেশ সাংসদীয় দল। স্বাভাবিকভাবেই শিরোপায় চোখ ছিল তাদের।

কিন্তু ফাইনাল ম্যাচে পাকিস্তান সাংসদীয় দলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে দুর্জয়দের। রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এমপিদের। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন তারা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান সংগ্রহ করেন বাংলাদেশের সাংসদরা।

জবাবে তাদের পাত্তাই দেননি পাকিস্তানের সাংসদরা। হেসেখেলে ৮ ওভার ও ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করেন তারা।

ক্রিকেট খেলুড়ে ৮ দেশের সাংসদদের নিয়ে ইংল্যান্ডে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। দলগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক ইংল্যান্ড।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর