ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
২০৮

এশিয়া কাপের আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:০০ ২১ আগস্ট ২০২২  

ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের স্পিডস্টার শাহীন শাহ আফ্রিদি। এ ঘটনায় দলটির এশিয়া কাপ মিশনে লেগেছে বড় ধাক্কা। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিংয়ের সময় ডান পায়ের লিগামেন্ট ইনজুরিতে পড়েন তিনি।

 

শাহীন আফ্রিদির সবশেষ মেডিকেল রিপোর্টে হাতে এসেছে। তাতে দেখা গেছে, তার সেরে উঠতে আরও ৪-৬ সপ্তাহ লাগবে। ফলে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজও  মিস করতে পারেন  এ বাঁহাতি স্ট্রাইক বোলার। তবে অক্টোবরে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে।

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মেডিকেল অফিসার নাজিবুল্লাহ সুমরো বলেন, আমি শাহীনের সঙ্গে কথা বলেছি। সে ভীষণ হতাশ। তবে তার মতো সাহসী ছেলে দেশের হয়ে খেলার জন্য দ্রুততম সময়ে সেরে উঠবে। রটারডামে পুনর্বাসনে থাকার সময় ওর ফিটনেসের উন্নতি হয়েছে। তবে পরিষ্কার হয়েছে, সম্পূর্ণ সেরে উঠতে আরও সময় লাগবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর