ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৮১

এশিয়া কাপ থেকে সুলতানা জ্যোতিদের বিদায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪২ ১১ অক্টোবর ২০২২  

টানা বর্ষণের কারণে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচ বাতিল হওয়ায় এশিয়া কাপ শেষ নিগার সুলতানা জ্যোতিদের। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে পৌঁছালো থাইল্যান্ড।

 

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। এমন সমীকরণ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মোকাবিলার অপেক্ষায় ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে  বৃষ্টির কারণে ম্যাচই খেলতে পারেনি টাইগ্রেসরা। 

 

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটায় বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচের টস হওয়ার কথা। সকাল ৯টায় ম্যাচ শুরুর কথা। তবে বৃষ্টির কারণে বল মাঠে গড়ানোর আগেই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। বাংলাদেশ ও আরব আমিরাত ১টি করে পয়েন্ট ভাগ করে নেয়।

 

৬ ম্যাচ শেষে ৩ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ দল থাইল্যান্ড।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর