ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৫৭৪

ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪০ ২৩ ডিসেম্বর ২০১৯  

১০ বছর পর দেশের মাটিতে ফেরা টেস্ট সিরিজ জিতে নিল পাকিস্তান। করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকাকে ২৬৩ রানের বড় ব্যবধানে হারায় তারা। লংকানদের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে জয়। ফলে ২ ম্যাচ টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতল পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট বৈরি আবহাওয়ার কারণে ড্র হয়।
৪ ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৫৫৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এতে ম্যাচ জয়ের জন্য ৪৭৬ রানের টার্গেট পায় শ্রীলংকা। সেই লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ২১২ রান করে তারা।  ফলে ম্যাচ জিততে শেষ দিন ৩ উইকেট হাতে নিয়ে আরও ২৬৪ রান করতে হতো লংকানদের।
টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে প্রথম সেঞ্চুরি তুলে অপরাজিত থাকেন ওপেনার ওসাদা ফার্নান্দো। ১৩টি চারে ১৭৫ বলে ১০২ রান করেন তিনি।  পঞ্চম ও শেষ দিন কোনও রান যোগ না করেই আউট হন এ ব্যাটার। তাকে শিকার করেন স্পিনার ইয়াসির শাহ।
পরে শ্রীলংকাও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। শেষদিন মাত্র ১৬ বল মোকাবেলা করে ২১২ রানে অলআউট হয় তারা। অর্থাৎ বাকি ৩ উইকেট থেকে কোনও রানই যোগ করতে পারেনি সফরকারীরা। পতন হওয়া ৩ উইকেটের মধ্যে ২টিই নিয়েছেন ডানহাতি পেসার নাসিম শাহ। তার শিকার হন টেলএন্ডার লাসিথ এম্বুলদেনিয়া ও বিশ্ব ফার্নান্দো। ফলে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট শিকারের স্বাদ নেন তিনি। ৩১ রানে ৫ উইকেট নেন তরুণ পেসার।
ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন পাক ব্যাটসম্যান আবিদ আলি। প্রথম ইনিংসে পাকিস্তান ১৯১ ও শ্রীলংকা ২৭১ রান করেছিল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর