ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
৪৩০

ওলট-পালট হয়ে যাবে পাকিস্তান ক্রিকেট!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৭ ১০ এপ্রিল ২০২২  

ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে সর্বমহলে পরিচিত রমিজ রাজা। গুঞ্জন আছে, সেই খাতিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হন তিনি। এবার সেই পদ থেকে সরে যেতে হতে পারে তাকে।

 

গতকাল শনিবার (৯ এপ্রিল) মধ্যরাতে পাকিস্তানের জাতীয় পরিষদে (এনএ) অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন দেশটির প্রধানমন্ত্রী ইমরান। এরপরই সেই গুঞ্জন উঠে। সময় যত গড়াচ্ছে, তা আরও জোরালো হচ্ছে।

 

জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে এ নিয়ে কাছের বন্ধুদের সঙ্গে আলোচনা করেছেন রমিজ। আজ রোববার (১০ এপ্রিল) দুবাইয়ে শুরু হয়েছে আইসিসি বোর্ড সভা। বর্তমানে সেখানে অবস্থান করছেন তিনি। দুবাই থেকে ফিরেই পিসিবির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র জমা দিতে পারেন ৫৯ বছর বয়সী ক্রিকেট ব্যক্তিত্ব।

 

বিশ্বস্ত এক সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহেই পাক বোর্ডে ব্যাপক রদবদল ঘটতে পারে।এছাড়া দেশটির ঘরোয়া ক্রিকেটে বড়সড় পরিবর্তন আসতে পারে। পুনরায় বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।

 

ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর ১২ ঘণ্টার মধ্যেই পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়। যার প্রভাব পড়েছে দেশটির আর্থ-সামাজিক ক্ষেত্রেও। ফলে ক্রিকেটেও এর প্রভাব পড়বে তা নিঃসন্দেহে বলা যায়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর