ঢাকা, ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৪ ভাদ্র ১৪৩২
good-food
৩৭৬

কণ্ঠশিল্পী বিউটির অবস্থা আশঙ্কাজনক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৪ ১৩ মার্চ ২০২১  

কক্সবাজারে কনসার্টে যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত তরুণ কণ্ঠশিল্পী বিউটি খানের অবস্থা আশঙ্কাজনক। আহত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই শিল্পী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে।

 

শনিবার ভোরে শো করতে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মীরসরাই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বিউটি ও তার গানের দল। উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসকে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনাস্থলেই প্রাণ হারান প্যাড বাদক পার্থ গুহ। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর প্যাড ও পার্কাসন বাদক হানিফ মারা যান।

 

দুর্ঘটনায় মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা তরুণ কণ্ঠশিল্পী বিউটি খানসহ অন্যরা। তবে বিউটির অবস্থা আশঙ্কাজনক। আহত অন্যরা হলেন-তৌহিদ, লুৎফর রহমান, রঞ্জন, পাপ্পু ও রাহাত। 

 

দুর্ঘটনার আগে রাত ৪টা ৩ মিনিটে বিউটি খান তার ফেসবুক ওয়ালে দুটি ছবি পোস্ট করেন। একটিতে তিনি একা, অন্যটিতে তিনিসহ ছয়জন। সবাই সংগীত ভুবনের বাসিন্দা।

 

ছবি দিয়ে বিউটি ফেসবুকে লেখেন, ‘কক্সবাজারের পথে’ ফিআমানিল্লাহ। কিন্তু ঘাতক লরির দাক্কায় বিউটিদের আর কক্সবাজার যাওয়া হলো না।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর