ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৫৬১

কিউইদের চ্যালেঞ্জিং টার্গেট দিল ইংল্যান্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৮ ৩ জুলাই ২০১৯  

  আজ চেস্টার লী স্ট্রিটে নিউজিল্যান্ডকে ৩০৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

 দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো মাত্র ১৮ ওভার ৪ বলেই ইংলিশদের স্কোরবোর্ডে যোগ করেন ১২৩ রান।  শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ৩০৫ রান করে মরগানের দল। 

আজ শুরুতেই  স্বাগতিকদের উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয়। তাদের ১২৩ রানের উদ্বোধনী জুটি ভাঙে কিউই অলরাউন্ডার জিমি নিশামের আঘাতে। ব্যক্তিগত ৬২ রানে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান রয়।  
বিশ্বকাপে নিজের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিয়েছেন জনি বেয়ারস্টো। আগের ম্যাচেই ভারতের বিপক্ষে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলা বেয়ারস্টো আজ উপহার দিয়েছেন ৯৯ বলে ১০৬ রানের জাঁকালো পারফরম্যান্স। 


৪০ বলে ৫ বাউন্ডারিতে ৪২ রান করে লড়াইয়ের ইঙ্গিত দিতে থাকা আধিনায়ক মরগানকেও স্যান্টনারের ন্যাচ বানিয়েছেন হেনরি। আর স্যান্টনারের আজকের দিনের একমাত্র শিকার হয়ে ১১ রানে প্যাভিলিয়নের পথ ধরেছেন বিধ্বংসী বেন স্টোকস। টেল-এন্ডারদের কারো ব্যাটেও দেখা যায়নি ভিন্ন কিছু।    

কিউই বোলারদের হয়ে আজ ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও জিমি নিশাম নিয়েছেন ২টি করে উইকেট। মিচেল স্যান্টনার ও টিম সাউদির ঝুলিতে গেছে একটি করে। আজই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা সাউদি ছিলেন বেশ খরুচে। ৯ ওভারে ৭০ রান দিয়ে মাত্র ১ উইকেট সেকথাই বলছে।

আজ জিতলেই সরাসরি সেমিফাইনালে চলে যাবে, এমন সম্ভাবনা আছে দু'দলের ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর