ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
১০৯২

রোহিত শর্মার সেঞ্চুরি

ক্যাচ মিস করে বিপাকে বাংলাদেশ  

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩০ ১ জুলাই ২০১৯  

ইনিংসের ৪.৪ ওভারে রোহিত শর্মাকে সাজঘরে ফেরানোর সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু ক্যাচ ছেড়ে সেই সুযোগ নষ্ট করেন তামিম ইকবাল। সেই ভুলেরই মাশুল গুনতে হচ্ছে বাংলাদেশকে।

ক্রিকেটের ভাষায় ক্যাচ মিস মানেই ম্যাচ মিস। সে আগুনেই পুড়ছে মাশরাফি বাহিনী। ওপেনিং জুটিতে ১৫ ওভারেই এসেছে ৮৭ রান। রোহিত ৪৬ বল থেকে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। লোকেশ রাহুল   হাফ সেঞ্চুরির কাছাকাছি। বাংলাদেশী বোলারদের তুলোধুনো করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচেচ্ছ ভারত। 

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বোলাররা শুরুটা তেমন খারাপ করেননি। বেশ দেখেশুনে খেলতে হয়েছে ভারতেরও।

এসেছিল সুযোগ। ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। মোস্তাফিজুর রহমানের শর্ট ডেলিভারিটি স্কয়ার লেগের দিকে উড়িয়ে মেরেছিলেন রোহিত শর্মা। দৌড়ে গিয়ে সেটি একদম হাতে পেয়ে যান তামিম। কিন্তু অবিশ্বাস্যভাবে ফেলে দেন। 

এরপর দুজনেই সমান তালে ব্যাট চালিয়ে মাত্র ১৮ ওভারেই দলের পক্ষে শতরান পূর্ন করেন।সর্বশেষ ২৯ ওভারে ১৭৫ রান করেছে ভারত। রোহিত শর্মা ৯০ বলে সেঞ্চুরি এবং রাহুল ৭১ রান করে অপরাজিত আছেন। এটি রোহিত শর্মার ৪র্থ সেঞ্চুরি। 


 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর