ঢাকা, ০৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২
good-food
২৪২

ক্যারিয়ারের শেষ পিএসএলে কোয়েট্টায় আফ্রিদি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০৩ ১০ ডিসেম্বর ২০২১  

সুদীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন শহীদ আফ্রিদি। এবার শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। নিজের শেষ আসরে নতুন দলের জার্সি গায়ে জড়াবেন তারকা অলরাউন্ডার। সবশেষ আসরে মুলতান সুলতানে খেলা এই ক্রিকেটার এবার খেলবেন কোয়েট্টা গ্লাডিয়েটর্সে।

 

আফ্রিদি ছাড়াও ড্রাফটের আগে দল পরিবর্তন করেছেন জেমস ভিন্স, ইফতেখার আলম ও আজম খান। ভিন্স মুলতান সুলতানস থেকে যোগ দিয়েছেন গ্ল্যাডিয়েটর্সে। ইফতেখার আর আজম ইসলামাবাদ ইউনাইটেড থেকে একই দলে নাম লিখিয়েছেন।

 

দলবদলের প্রসঙ্গে আফ্রিদি বলেন, 'কোয়েট্টা গ্লাডিয়েটর্সে নাম লিখিয়ে আমি উচ্ছ্বসিত। ২০১৯ সালে শিরোপা জেতার পর নানান চড়াই-উতরাইয়ের ভেতর দিয়ে যাচ্ছে দলটি। আমার শেষ পিএসএলে এটা আমার স্বপ্ন যে আরেকটি শিরোপা জিতে যেন ইতি টানতে পারি।'

 

'এটা এমন এক টুর্নামেন্ট যেখানে একজন খেলোয়াড় উৎসাহ ও অনুপ্রেরণা পায় নিজের সেরাটা দেয়ার। আমিও আমার দলের জন্য একই অনুপ্রেরণা দিতে চাই এবং পারফরম্যান্স করে দলের লক্ষ্য অর্জনে অবদান রাখতে চাই।'- তিনি যোগ করেন।

 

উল্লেখ্য, পিএসএলের সপ্তম আসর মাঠে গড়াচ্ছে আগামী ২৭ জানুয়ারি। তার আগে নিজেদের গুছিয়ে নিচ্ছে দলগুলো। লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে আগামী ১২ ডিসেম্বর এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর