ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৩৯৪

চেকআপ করাতে সিঙ্গাপুরে সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫৬ ২৮ মে ২০২২  

জটিল কিছু নয়। চোটেও পড়েননি দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। শরীর দুর্বল লাগায় চেকআপ করাতে সিঙ্গাপুর গেছেন তিনি। বিসিবির ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য জানান।

 

তিনি জানান, সাকিবের শরীর দুর্বল। মাঠে নামলে কেমন কেমন লাগে। তাই চেকআপ করাতে গতকাল শুক্রবার রাতে সিঙ্গাপুরে গেছেন তিনি। সেখানে পুরো শরীর চেকআপ করাবেন।


শরীর খারাপ লাগলেও শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে-বলে পারফর্ম করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। হতাশার সিরিজ হারের পরও তিনি ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। ঢাকা টেস্টে এক ইনিংসে বল হাতে অন্তত ৫ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ফিফটি হাঁকান। এমন ঘটনা তার ক্যারিয়ারে ১০ম।

 

সাকিবের চেয়ে বেশি এমন কীর্তি আছে ইয়ান বোথামের। ৬বার করে এই রেকর্ড করেছেন রবিচন্দ্রন অশ্বিন ও রিচার্ড হ্যাডলি। ৫বার এমন কীর্তি দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা।


প্রথম টেস্টে সাকিব ব্যাট হাতে ২৬ রান ও বল হাতে ৪ উইকেট শিকার করেন। এর মধ্যে লঙ্কানদের প্রথম ইনিংসে তার শিকার ৩ উইকেট। পরের ইনিংসে নেন এক উইকেট। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর