ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৬২৪

চড়া দামে বিকোলেন শচীনপুত্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৫ ৫ মে ২০১৯  

মুম্বাই টি-টোয়েন্টি লিগের নিলামে সর্বোচ্চ ৫ লাখ রুপিতে বিক্রি হলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেল্ডুলকার। লিগের দ্বিতীয় মৌসুমের জন্য ১৯ বছর বয়সী বাঁহাতি পেসারকে কিনে নেয় আকাশ টাইগার্স মুম্বাই ওয়ের্স্টান সুবার্ব।

শনিবার অনুষ্ঠিত এ নিলামে পেসারদের ক্যাটাগরিতে ১ লাখ রুপির ভিত্তিমূল্যের তালিকায় ছিলেন অর্জুন। নিলামে তার নাম ডাকার পরই তাকে দলে ভেড়াতে দফারফা শুরু করে ফ্র্যাঞ্চাইজিগুলো। শে ষ পর্যন্ত দু’টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ মূল্য ৫ লাখে গিয়ে এ পেসারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে।

অবশেষে বাধ্য হয়ে লটারি করা হয় অর্জুনকে নিয়ে। সেই লটারিতে জিতে তাকে কিনে নেয় আকাশ টাইগার্স মুম্বাই । এ লিগে ৫ লাখের ওপরে কোনো খেলোয়াড়কে কিনে নেয়ার কোনো নিয়ম নেই।

আগামী ১৪ মে থেকে শুরু হবে ৮ দলের এ ফ্র্যাঞ্চাইজি লিগ। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর টেন্ডুলকার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর