ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৮৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক আমিরাতের মিয়াপ্পানের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২২ ১৮ অক্টোবর ২০২২  

ইতিহাস গড়লেন সংযুক্ত আরব আমিরাতের স্পিনার কার্তিক মিয়াপ্পান। দেশটির প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের প্রথম হ্যাটট্রিকও এটি।

 

মঙ্গলবার (১৮ অক্টোবর) ভিক্টোরিয়ার জিলংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এ কীর্তি গড়েন মিয়াপ্পান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম বোলার হিসেবে এই নজির গড়লেন তিনি। সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ৩৯তম হ্যাটট্রিক।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে প্রথম হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় এই টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশের বিপক্ষে সেই রেকর্ড গড়েন তিনি। বাকি তিনটি হ্যাটট্রিক হয় গত আসরে।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে 'ডাবল হ্যাটট্রিক' নেয়ার কীর্তি আছে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পহারের। নেদারল্যান্ডসের বিপক্ষে টানা চার বলে নেন ৪ উইকেট।

 

এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে এ কৃতিত্ব দেখান ওয়ানিন্দু হাসারাঙ্গা। পরে ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়া গতিতারকা কাগিসো রাবাদাও এ কীর্তি গড়েন।

 

এ চার ক্রিকেটারের স্পেশাল এলিট লিস্টে এবার যোগ দিলেন ইউএই স্পিনার মিয়াপ্পান। শ্রীলঙ্কার ইনিংসের ১৫তম ওভারে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ওভারের চতুর্থ বলে ভানুকা রাজাপক্ষেকে (৫) ফিরিয়ে দেন ২২ বছর বয়সী তরুণ স্পিনার।

 

পরের বলে শিকার বানান চরিথা আশালাঙ্কাকে (০)। ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক দাসুন শনাকাকে (০) ফিরিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন ভারতীয় বংশোদ্ভূত স্পিনার।  এদিন ৪ ওভারের স্পেলে মাত্র ১৯ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন মিয়াপ্পান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর