ঢাকা, ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৪ ভাদ্র ১৪৩২
good-food
৪৯৭

টেস্টে অনিশ্চিত তামিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫২ ৫ জুলাই ২০২১  

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। হাঁটুর ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি বলে তাকে নিয়ে শঙ্কা জেগেছে। টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন এমনটাই।

 

দীর্ঘদিন ধরেই হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন তামিম। তবে ব্যথা সামান্য হওয়ায় খেলে যাচ্ছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি আসর চলাকালীন ব্যথা বেড়ে যাওয়ায়, টুর্নামেন্টের মাঝপথ থেকে বিদায় নেন তামিম। আসরে আর খেলেননি। চিকিৎসকরা এসময় তাকে একসপ্তাহের বিশ্রামে থাকার পরামর্শ দেন।

 

পরামর্শ মেনেই বিশ্রামে ছিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে হেড কোচ রাসেল ডোমিঙ্গো আজ জানালেন, তামিমকে নিয়ে এখনো শঙ্কামুক্ত নন তারা। ডোমিঙ্গো বলেন, দূর্ভাগ্যবশত তামিম এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারে নি। আমরা তার জন্য শেষমুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবো। তবে টেস্টে সে খেলতে পারবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারছি না।

 

তামিমের ইনজুরি সারানোর জন্য বড়সড় কোন অস্ত্রোপচারের দরকার নেই। তার প্রয়োজন সম্পূর্ণ বিশ্রাম। তবে টেস্টে খেলতে আগ্রহী তিনি। সেক্ষেত্রে শেষমুহুর্তে জানা যাবে তিনি একাদশে থাকছেন কিনা! এর আগে জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচের ১ম দিনে দলের অন্যরা ব্যাট করলেও, নামেন নি তামিম। পরের দিন শেষবেলায় কিছুটা সময় ব্যাটিং করেন তিনি। ৭ জুলাই শুরু হবে দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর