ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৭০

টেস্ট থেকে অবসর নিলেন রুবেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৩ ১৯ সেপ্টেম্বর ২০২২  

টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার রুবেল হোসেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিবিসি) তা জানিয়েছেন।

 

জাতীয় দলের সাদা জার্সিতে রুবেল সবশেষ টেস্ট খেলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এরপর লাল বলের ক্রিকেটে নির্বাচকদের রাডারের বাইরে ছিলেন তিনি। নিজেও টেস্ট দলে আর নিজেকে বিবেচনা করছেন না। ফলে তরুণদের সুযোগ দিতে ক্রিকেটের এ দীর্ঘ সময়ের ফরমেট থেকে বিদায় নিয়েছেন তিনি। এতে বাংলাদেশের পাইপলাইন আরও মজবুত হবে।

 

পোস্টে রুবেল লেখেন, ‘আসসালামু আলাইকুম, আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি, এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।

 

তিনি আরও লেখেন, বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। আমি বিশ্বাস করি, লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো।

 

গতিতারকা বলেন, টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরো কিছু দেয়ার মতো সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর