ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
২৪৭

ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশের বিদায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১১ ১২ অক্টোবর ২০২২  

দুই দফা হারের কারণে ফাইনালে যেতে না পারার শঙ্কা আগে থেকেই ছিল। তারপরেও সম্ভাবনা একটা ছিল বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানের বিশাল হারে সেই সম্ভাবনাও শেষ হয়ে গেলো।  সাকিব আল হাসানের দুর্দান্ত ৭০ রানের লড়াকু ইনিংসের পরও এক ম্যাচ বাকি থাকতেই ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিলো বাংলাদেশ।

 

বুধবার (১২ অক্টোবর) টসে জেতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক সাকিব।  তার এই সিদ্ধান্ত যে মোটেও ঠিক ছিল না, স্বাগতিকরা প্রমাণ করে দিয়েছে। পঞ্চম ওভারে শরিফুল ইসলাম ফিন অ্যালেনকে আউট করলেও পাওয়ার প্লে’তে ৫৪ রান করে নিউজিল্যান্ড। 

 
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের বিশাল রানের সংগ্রহ নিশ্চিত করেন গ্লেন ফিলিপস। ২৪ বলে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। ফলে সহজেই ২০ ওভার শেষে ২০৮ রান করে নিউজিল্যান্ড।

 

বিশাল রান তাড়া করতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি টাইগাররা।  লড়াইটা সাকিব একাই লড়েছেন। 
১৯তম ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাকিব ফিরে যান, তখন তার রান ৪৪ বলে ৭০।  দলীয় রান ১৫৩। বাকিরা ২১ বল খেলে তুলেছেন ১৭ রান। শেষ পাঁচ ব্যাটসম্যান মিলে ৩১ বল খেলে মাত্র ২৪ রান যোগ করেন।

 

সাকিবের লড়াইয়ের পরও বাংলাদেশ ম্যাচটা হেরেছে। আর ৪৮ রানের এই পরাজয়ের মাধ্যমে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিল সাকিবের দল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর