ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৩৬৮

দুর্গা হচ্ছেন মিমি, সীতার চরিত্রে মধুমিতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫০ ২৩ আগস্ট ২০২০  

আগামী সেপ্টেম্বরে মহালয়া। ইতিমধ্যে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে দিয়েছে চ্যানেলগুলো। এ উপলক্ষে একটি জনপ্রিয় চ্যানেলে অনুষ্ঠান পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। 
তাতে দুর্গার চরিত্রে দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। এখানেই চমক শেষ নয়। রাম-সীতা চরিত্রে থাকছেন জিতু কমল ও মধুমিতা সরকার। অকালবোধনের ঘটনাই আয়োজনের মূল থিম। সেখানে রাবণ সাজছেন রাজেশ শর্মা। তাদের নিয়েই শুটিংও শুরু করেছেন কমলেশ্বর।
বাংলার ছোট পর্দা থেকে অনেক দিন দূরে রয়েছেন রাজেশ। যে কারণে রাবণের চরিত্রের প্রস্তাব পেয়ে রাজি হয়েছেন। তার কথায়, এটিই আমার করা প্রথম পৌরাণিক চরিত্র। মেকআপ করার পরে সকলে বলল, আমাকে ঠিক রাবণের মতোই লাগছে। তবে আমার কাছে এটি পুরো ব্ল্যাক নন, ধূসর চরিত্র।
জিতু জানান, করোনা আবহে যুদ্ধের দৃশ্য আলাদা করে শুট হয়েছে। দর্শক অবশ্য তা বুঝতে পারবেন না। লকডাউন পরবর্তী এটিই তার প্রথম শুটিং। 
শুটিংয়ে ফিরে মধুমিতাও খুশি। তিনি বলেন, এর আগেও মহালয়ার অনুষ্ঠানে সীতা হয়েছি। কিন্তু এবারের  স্ক্রিপ্ট সেটার চেয়ে আলাদা। রাজেশ দা’র সঙ্গে স্ক্রিন শেয়ার করব ভেবেই উত্তেজিত।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর