ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৫৯৩

দেশে ফিরছেন টাইগাররা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৯ ৬ জুলাই ২০১৯  

প্রত্যাশানুযায়ী পারফরম করতে পারলে এতো আগেভাগে দেশে ফিরতে হতো না বাংলাদেশকে। তবে ইতিমধ্যে সেমি-স্বপ্ন ভঙ্গ হওয়ায় সেটিই করতে হচ্ছে টাইগারদের। রোববার নিজভূমে পা রাখছেন তারা।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এদিন বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ঢাকার হযরত শাহজালাল (র)আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন মাশরাফি-সাকিবরা।

এর আগে লন্ডন থেকে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এমিরেটসের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে উড়াল দেবেন তারা। যাত্রাপথে দুবাইতে ট্রানজিট করবেন লাল-সবুজ জার্সিধারীরা। পরে ঢাকায় আসবেন তারা।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বিশ্বকাপ খেলতে গেল ১ মে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় সোয়া দুই মাসের লম্বা সফর শেষে দেশে ফিরছেন তারা।

ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আয়োজিত আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তবে বিশ্বকাপে আশানুরূপ ফল পায়নি তারা। ৯ ম্যাচে মাত্র ৩টিতে জিতেছে টাইগাররা। স্বাভাবিকভাবেই স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে দেশে ফিরতে হচ্ছে তাদের।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর