ঢাকা, ১৭ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ৩ পৌষ ১৪৩২
good-food
৪৬৩

দ্বিতীয় বিয়ে করলেন মাহি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ১৩ সেপ্টেম্বর ২০২১  

ফের বিয়ে করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটে শুভকাজ সম্পন্ন করেন তিনি। বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব। এটি নায়িকার দ্বিতীয় বিয়ে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এ তথ্য জানিয়েছেন মাহি। এতে একটি ছবি আপলোড করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, বিয়ের সাজ-পোশাকে বিয়ে নিবন্ধন খাতায় সই করছেন অভিনেত্রী। আর বর রাকিব পাশে বসে আছেন।

 

ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আজ ১৩ সেপ্টম্বর, রাত ১২টা ০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।' শেষে দুটি লাভ চিহ্ন দিয়েছেন তিনি।

 

কয়েক দিন আগে মাহি ফেসবুকে পোস্টে লেখেন, ১৩ সেপ্টেম্বর ভক্তদের সারপ্রাইজ দেবেন। অবশেষে তা বোঝা গেল।

 

এর আগে প্রথম স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের কথাও মাধ্যমটিতে জানান মাহি। তিনি এখন শাহীন সুমন পরিচালিত 'মাফিয়া' নামে ওয়েব সিরিজের শুটিং করছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর