ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৪২৪

‘ধোনি বিশ্বকাপ জিতিয়েছিল, তাহলে বাকি ১০ জন কী লাচ্ছি খাচ্ছিল’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪১ ১৪ এপ্রিল ২০২২  

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। ফাইনালে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েছিল তারা। এই বিশ্বকাপ জয়ের কৃতিত্ব শুধু কেন ধোনি পাবেন? ক্রিকেট যখন একটা টিমের খেলা, তখন কাপ জয়ের কৃতিত্ব শুধু অধিনায়কের কেন? এমনই প্রশ্ন তুললেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং।

 

আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে হরভজন বলেন, ‘বিশ্বকাপ যদি শুধু ধোনিই জেতায় তাহলে কি বাকিরা লাচ্ছি খেতে গিয়েছিল!’ মুম্বাইয়ের ওয়াংখেড়ের ফাইনালে ২৭৫ রান তাড়া করছিল ভারত।

 

গৌতম গম্ভীর ৯৭ রান করলেও, সবাই ধোনির সেই অপরাজিত ৯১ রানের ইনিংসটির কথাই বলেন। ৭৯ বলে ৯১ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন 'ক্যাপ্টেন কুল'। তাই ক্রিকেটপ্রেমীরা ধোনিকেই কৃতিত্ব দেন। আর সেটাই মেনে নিতে পারেন না হরভজন।

 

ভাজ্জি বলেন, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলে সবাই বলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে। কিন্তু ভারত যখন বিশ্বকাপ জিতেছিল, তখন সবাই বলতে শুরু করেছিল যে ধোনি জিতেছে, তাই যদি হয় তাহলে বাকি ১০জন কি লাচ্ছি খাচ্ছিল?’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর