ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৩৬৪

নিরাপদে দেশে ফিরলেন টাইগাররা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০০ ১ আগস্ট ২০১৯  

শ্রীলঙ্কা সফরের তিক্ত অভিজ্ঞতা শেষে নিরাপদে দেশে ফিরলেন বাংলাদেশ ক্রিকেটাররা। বৃহস্পতিবার যান্ত্রিক গোলযোগের কারণে সেখান থেকে ফ্লাইট ছাড়তে দেরি হয়। প্রায় দুই ঘণ্টা পর দুপুর পৌনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন টাইগাররা।

বিশ্বকাপের পর পরই শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। এবারের সফরটি গত কয়েক বছরের মধ্যে বাজে সফরগুলোর একটি। তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তামিম বাহিনী। অধিকন্তু দেশে রওনা দেয়ার সময় বিমানে  গোলযোগ হয়। এ অবস্থায় সময়মতো ছাড়লে বড় দুর্ঘটনাও ঘটতে পারত।

এ সিরিজে ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যান নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর বিশ্বকাপের পর ছুটি নেন সাকিব আল হাসান ও লিটন দাস। ফলে নেতৃত্ব পান তামিম।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর