ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৭২৮

পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করতে চান মাশরাফি 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫২ ৪ জুলাই ২০১৯  

মঙ্গলবার এজবাস্টনে ভারতের বিপক্ষে হারলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে সমাপ্তিটা দারুণভাবে করতে চান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা।

টাইগার অধিনায়ক আশাব্যক্ত করে বলেন, ‘আমরা আমাদের সেরাটা দিয়েই খেলছি। আমাদের সমর্থকরাও দুর্দান্ত। আশা করছি শেষ ম্যাচে আমরা ইতিবাচকভাবেই টুর্নামেন্টটা শেষ করতে পারব।’

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম ইকবালের ক্যাচ ড্রপ করার ব্যাপারে মাশরাফি বলেন, ‘রোহিতের সেই ক্যাচটা অবশ্যই হতাশাজনক ছিল। তবে ক্রিকেট মাঠে এসব বিষয় হতেই পারে। আমরা এ কারণে তামিমকে দোষ দিতে পারি না।’

তামিমের ক্যাচ মিস করার পর ৯ রানে জীবন পাওয়া রোহিত নিজের নামের পাশে যোগ করেন আরো ৯৫ রান। উদ্বোধনী জুটিতে লোকেশ রাহুলকে নিয়ে ১৮০ রান যোগ করে দলকে এনে দেন বড় সংগ্রহের ভিত। ভারতের ২৮ রানের জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছে রোহিতই।

যা থেকে স্পষ্টত বোঝা যায়, তামিম সে সময় ক্যাচটা ধরতে পারলে হয়তো ম্যাচের গল্পটা ভিন্ন হতে পারত।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর