ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৮৩২

পাকিস্তানকে ৩০৮ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৮ ১২ জুন ২০১৯  


পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে বড় স্কোরের পথ দেখান ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। আর তারই ধারাবাহিকতায় ৩০৮ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান তুলে অসিরা।

প্রথমে ব্যাট করতে নেমে ফিঞ্চ ৮৪ বলে ৮২ রান করে আমিরের বলে আউট হন। ১৩ বল খেলে ১০ রান করে স্টিভেন স্মিথ আউট হন আসিফ আলির বলে। ভালো খেলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। শাহিন আফ্রিদীর বলে বোল্ড হয়ে ফিরেন ব্যক্তিগত ২০ রানের মাথায়।

১১১ বলে ১০৭ রান করে শাহিন আফ্রিদীর বলে ইমাম-উল-হকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ওয়ার্নার। ১৬ বল খেলে ১৮ রান করে আমিরের বলে উসমান খাজাও ফিরেন সাজঘরে।
২৬ বলে ২৩ রান করে শর্ন মাশও সাজঘরে ফিরেন আমিরের বলে আউট হয়ে। ৩ বলে ২ রান করে ওয়াহাব রিয়াজের বলে নাথান কোল্টার-নাইল সাজঘরে হাঁটেন।
বল হাতে দু’ওভার কোনো রান না দিয়েই ১০ ওভার করে পাঁচ উইকেট নিয়েছেন আমির। দিয়েছেন মাত্র ৩০ রান। অন্যদিকে ১০ ওভার করে ৭০ রান দিয়ে শাহিন আফ্রেদী নিয়েছেন দুই উইকেট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর