ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৭৩৩

পাকিস্তান-দ.আফ্রিকা মুখোমুখি, কে এগিয়ে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৬ ২২ জুন ২০১৯  

ডার্কহর্স তকমা নিয়ে বিশ্বকাপে পা রাখে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। কিন্তু মাঠের লড়াইয়ে দুই দলের পারফরম্যান্সে এখন পর্যন্ত সেই ছিটেফোঁটা খুঁজে পাওয়া যায়নি। অদ্যাবধি ১টি করে জয় পেয়েছে উভয় দল।

ম্যাচে প্রোটিয়াদের হার ৪টি। আর ৫ ম্যাচে পাকিস্তানের পরাজয় ৩টি। বৃষ্টির কারণে দুই দলের ১টি করে ম্যাচ পরিত্যক্ত হয়। সমান পয়েন্ট সংগ্রহে রয়েছে তাদের। স্বভাবতই সেমিফাইনালের দৌঁড়ে বেশ পিছিয়ে তারা। তাই সেমির লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই ক্রিকেটের দুই পরাশক্তির সামনে।

সঙ্গত কারণে একই লক্ষ্য নিয়ে রোববার বিশ্বকাপের ৩০তম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় গড়াবে ম্যাচটি।

এই মহারণে কোন দল জিতবে এখনই তা বলা মুশকিল। তবে রেকর্ড-পরিসংখ্যানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত  ৭৮ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান। এর মধ্যে ৫০টিতেই জিতেছে আফ্রিকার দলটি। বিপরীতে ২৭টিতে জিতেছে পাক ব্রিগেড।

সবশেষ চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। দুর্দান্ত লড়াইয়ের পর শেষ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে সফরকারীরা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর