ঢাকা, ১০ নভেম্বর সোমবার, ২০২৫ || ২৫ কার্তিক ১৪৩২
good-food
২৩৬

পাকিস্তান সফরের জন্য কাউকে জোর করা হবে না: পাপন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৩ ১৫ ডিসেম্বর ২০১৯  

আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে ওই সফর এখনও নিশ্চিত নয়। সরকারের নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদন এখনো হাতে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পাকিস্তান সফরের জন্য কোনও খেলোয়াড়কে জোর করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘সরকারের অনুমতি নিয়ে আমরা এর আগে একটি বয়স ভিত্তিক পুরষ ও জাতীয় মহিলা দল পাকিস্তান পাঠিয়েছিলাম। জাতীয় পুরুষ দল পাঠানোর বিষয়ে আমরা এখনো অনুমতি পাইনি। এটা নিরাপত্তার বিষয়। বয়স ভিত্তিক থেকে জাতীয় দল সবার জন্যই একই ধরনের নিরাপত্তা থাকতে হবে। যাই হোক আমি মনে করি চার/পাঁচ দিনের মধ্যে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।’
এমনকি সরকারের অনুমতি পেলেও এখনো তাদের বেশ কিছু ইস্যূর সমাধান করতে হবে বলেও জানান পাপন। তিনি জানান,‘ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে খেলোয়াড়রা পাকিস্তান সফরে যেতে চায় কি না এবং এর সাথে আরো কিছু বিষয় আছে।’
বিসিবি সভাপতি বলেন, সফর সম্পর্কে সরকারের অনুমতি পেলেও পাকিস্তান সফর নিয়ে প্রত্যেক খেলোয়াড়ের মতামত জানতে চাইবে বিসিবি। তিনি বলেন, সফর সম্পর্কে আমাদের খেলোয়াড়দের মতামত নিতে হবে। তারা চাইলে যেতে পারে আবার না গেলে না। পাকিস্তান সফরে আমরা কাউকে জোর করবো না। অধিকাংশ খেলোয়াড় যেতে না চাইলে, সেক্ষেত্রে বিসিবি বিকল্প দল পাঠাবে। সব কিছুই নির্ভর করবে ওই সময়ের উপর।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর