পাসপোর্ট: পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেয়া উচিত?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৮ ১৬ জুলাই ২০১৯
বাংলাদেশে পাসপোর্ট করাতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয় পুলিশ ভেরিফিকেশনের সময়। এমন অভিযোগ বহু মানুষের। তবে অনেকের মতে, জাতীয় পরিচয়পত্র দেয়ার সময়েই যেহেতু নাগরিকদের পরিচয় যাচাই হচ্ছে এবং সেই তথ্য কর্তৃপক্ষের ডাটাবেসে রক্ষিতও আছে। তাই পাসপোর্ট করানোর সময় আবার নতুন করে পরিচয় যাচাইয়ের দরকার আছে কি? বিশ্লেষকদের অনেকেই এ প্রশ্ন তুলছেন এখন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি'র ২০১৭ সালের এক প্রতিবেদনে দেখা যায়, নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন এমন মানুষের তিন-চতুর্থাংশকেই পুলিশ ভেরিফিকেশনের সময় অনিয়ম ও হয়রানির শিকার হয়ে 'ঘুষ বা নিয়ম-বহির্ভূত টাকা' দিতে হয়। যে কারণে ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশন এবং টিআইবিসহ অনেক সংস্থা পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দেয়ার প্রস্তাব করেছে।
'জনভোগান্তি'
নতুন পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। ঢাকার একজন ব্যাংকার সানজিদা কিবরিয়া বলছিলেন, চার বছর আগে যখন পাসপোর্ট করান, সেসময় তাকে বেশ বিব্রত হতে হয়েছিল।
তিনি বলেন, শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য যখন আমাদের বাসায় আসেন, আমি অফিসে ছিলাম। উনি আমার বাবা-মায়ের সঙ্গে বসে আমার এসএসসির সনদের সঙ্গে মিলিয়ে জন্মতারিখ ও অন্যান্য তথ্য মিলিয়ে নেন। এরপর আমার ভোটার আইডি কার্ডের তথ্য এবং বাড়ির বিদ্যুৎ বিল দেখে ঠিকানার ব্যপারে নিশ্চিত হন। কিন্তু কাজ শেষ হওয়ার পরে চা-বিস্কিট খেয়েও কিছুক্ষণ বসে থাকেন।
সানজিদা বলেন, আমার বাবা-মা বুঝতে পারেননি উনার হাতে কিছু দিতে হবে। এক পর্যায়ে নিজেই বলেন যে তাকে 'কনভেন্স' দিতে হবে। কনভেন্স বা যাতায়াতের ভাড়া হিসেবে হাতে টাকা তুলে দেয়ার পর স্থানত্যাগ করেন সেই কর্মকর্তা।
দন্ত চিকিৎসক কায়ফি আজমীর অভিজ্ঞতা একটু আলাদা। পুলিশ ভেরিফিকেশনের সময় তিনিও বাড়িতে ছিলেন না। তথ্য যাচাই হয়ে যাওয়ার পর বাড়িতে আসা কর্মকর্তাকে 'বখশিশ' দিতে রাজি হননি তার শ্বশুর।
তিনি বলেন, এরপর একমাস পেরিয়ে যায়, দুই মাস পেরিয়ে যায় - আমার আর পাসপোর্ট আসে না। আমি ও আমার স্বামী এক বন্ধুর মাধ্যমে পাসপোর্ট অফিসে যোগাযোগ করি, তারা জানান পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আসেনি।
এরপর সরকারি কয়েকটি অফিস ঘুরে আরো প্রায় দেড় মাস পরে পাসপোর্ট হাতে পেয়েছিলেন আজমী। সাধারণ মানুষের মধ্যে এ ধরণের অভিযোগ হরহামেশা শোনা যায়।
এমনকি ২০১৬ সালে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য একজন বিচারপতির বাসায় গিয়ে ঘুষ দাবি করা হয়। পরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন এএসআই এর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছিলেন সেই বিচারপতি। এ বছরের মার্চে পরে ওই এএসআইকে আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এই ঘটনা নিয়ে সেসময় ব্যাপক আলোচনা হয়েছিল।
পুলিশ ভেরিফিকেশন কী?
আবেদন পত্র হাতে পেয়ে প্রাথমিক কাজ শেষ করে পাসপোর্ট অফিস আবেদনকারীর তথ্য যাচাইয়ের জন্য পাঠায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি কার্যালয়ে। জেলা পর্যায়ে হলে সেটা যায় পুলিশ সুপারের কার্যালয়ে।
সেখান থেকে সংশ্লিষ্ট থানার একজন উপ-সহকারী পরিদর্শক বা এএসআই, সহকারী পরিদর্শক বা সাব ইন্সপেক্টর কিংবা ইন্সপেক্টরকে তথ্য যাচাইয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়। এরপর ওই কর্মকর্তা তথ্য যাচাই-বাছাই শেষে পাসপোর্ট অফিসে যে প্রতিবেদন পাঠান - সেটাই 'পুলিশ ভেরিফিকেশন' নামে পরিচিত।
কতটা জরুরি পুলিশ ভেরিফিকেশন?
বর্তমানে প্রচলিত ব্যবস্থা অনুযায়ী প্রথমে ব্যাংকে ফি জমা দিয়ে একজন আবেদনকারী পাসপোর্ট ফর্ম পূরণ করেন। এক্ষেত্রে সাধারণ অর্থাৎ এক মাস সময়ের মধ্যে জরুরি অর্থাৎ সাত দিনের মধ্যে পাসপোর্ট পাওয়ার ব্যবস্থা রয়েছে। আর তা অনুযায়ী নির্ধারিত ফি জমা দিতে হয় ব্যাংকে। এরপর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে জমা দেন নিকটস্থ পাসপোর্ট অফিসে।
পরের ধাপ, পুলিশ ভেরিফিকেশন এবং নির্ধারিত একটি সময়ের মধ্যে রিপোর্ট দেয়ার কথা আইনশৃঙ্খলা বাহিনীর। এই রিপোর্ট পাওয়া সাপেক্ষে পাসপোর্ট ইস্যু করে পাসপোর্ট অফিস। এই পুরো প্রক্রিয়ার মধ্যে পুলিশ ভেরিফিকেশন নিয়ে নানা ধরণের হয়রানির অভিযোগ শোনা যায়।
কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ শহিদুজ্জামান মনে করেন, এক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের ব্যবস্থা থাকতে হবে। রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে পুলিশ ভেরিফিকেশনের ব্যবস্থা থাকা দরকার। ধরুন কোনও দুষ্কৃতিকারী অথবা কেউ আগে জাতীয় পরিচয়পত্র করেছে, পরে সে বিপথগামী হতে পারে। তাদের সম্পর্কে পুলিশ বা স্পেশাল ব্রাঞ্চ মারফত আমাদের তথ্য সংগ্রহ করতে হয়।
তিনি বলেন, একজন ব্যক্তির পরিচয়পত্র করার পরে বর্তমান অবস্থা তো আর জাতীয় পরিচয়পত্রের ডাটাবেসে সংরক্ষণ হয় না। এসব তথ্য রাষ্ট্রের নিরাপত্তার জন্যই প্রয়োজন। না হলে হয়ত একজন অপরাধী পাসপোর্ট পেয়ে যেতে পারে এবং সে বিদেশে পালিয়ে যেতে পারে।
পাসপোর্ট অফিস কী বলছে?
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সোহায়েল হোসেন খান জানিয়েছেন, পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা সহজীকরণ করার জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু সুপারিশ পাঠিয়েছেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বেশ কয়েকটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভাও হয়েছে।
তিনি বলেন, এছাড়া পুলিশ ভেরিফিকেশন সহজ করার জন্য নতুন পাসপোর্টে একটা প্রক্রিয়া চলছে। কেউ পাসপোর্টের জন্য আবেদন করার আগে প্রি-ভেরিফিকেশন করিয়ে নিতে পারে কিনা সে ব্যবস্থা চালু করার। এখন পাসপোর্টের পুরো ব্যবস্থাকে অনলাইন করা গেলে এ ধরণের অভিযোগ আর থাকবে না বলে মনে করেন মি. খান।
পুলিশ ভেরিফিকেশন কি থাকবে?
ভোগান্তি ও হয়রানির অভিযোগের কারণে দুর্নীতি দমন কমিশন এবং টিআইবিসহ অনেক সংস্থা পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দেয়ার প্রস্তাব করেছে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের যুক্তি পাসপোর্ট পেতে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপি দেয়া হয়।
সরকারি ডাটাবেসে রক্ষিত তথ্যের সঙ্গে আবেদনকারীর তথ্য মিলিয়ে দেখলেই যাচাই করা সম্ভব। নতুন করে পরিচয় যাচাই করার দরকার আদৌ নেই। এক্ষেত্রে যাদের জাতীয় পরিচয়পত্র নেই, অর্থাৎ যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের ক্ষেত্রে বাবা-মায়ের পরিচয়পত্র যাচাই করে পাসপোর্ট দেয়া যেতে পারে বলে মনে করেন তিনি।
সামনের দিনে পুলিশ ভেরিফিকেশনের ব্যবস্থা থাকবে কি না, সেটি নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের ওপর। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ শহিদুজ্জামান মনে করেন, এজন্য পাসপোর্ট অধিদপ্তরের পাঠানো সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখে, নীতি-নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে।
- কবর জিয়ারতে যেসব কাজ থেকে বিরত থাকার নির্দেশ
- আই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য কান্ট্রি: তারেক রহমান
- জামায়াতের সঙ্গে আসন সমঝোতার আলোচনা এনসিপির
- শীতের তীব্রতা আরও বাড়বে
- শতাব্দীর শ্রেষ্ঠ ক্রীড়াবিদ মেসি
- শ্রদ্ধার খুব জেদ, আলিয়া-অনন্যার চেয়ে বেশি পারিশ্রমিক নেয়: শক্তি
- তারেকসহ নির্বাসন থেকে ফেরা বিশ্বের নেতাদের সাতকাহন
- নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর পরিচয়
- শীতে পানি পান করবেন কতটা
- ৫৮তম সেঞ্চুরিতে ১৬ হাজারি ক্লাবে কোহলি
- আতাউর রহমান বিক্রমপুরীকে নিয়ে যা জানা যাচ্ছে
- দেশে ফিরে ৩ দিন যেখানে যাবেন, যা করবেন তারেক রহমান
- নতুন রূপে ধরা দিলেন রুনা, কাড়লেন মন
- চাঁদাবাজরা ট্রেলার দেখিয়েছে, পিকচার আভি বাকি হ্যায়: হাসনাত
- ইসলামে গণপিটুনি দিয়ে মানুষ হত্যার শাস্তি কী?
- শীতকালে চুল পড়া বাড়ে কেন?
- হাদি হত্যা: ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ৮ অ্যাকাউন্ট অবরুদ্ধ
- দাদির কোলে ছবি দিয়ে জাইমার আবেগঘন পোস্ট
- কবীর সুমনের কথায় কেঁদে ভাসালেন শুভশ্রী!
- বিপিএলের উত্তাপ শুরু, আসতে শুরু করেছেন বিদেশিরা
- বিশ্ববাজারেও স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ
- আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি
- আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি
- পত্রিকা অফিসে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন আহমদ
- ভোটে লাখ সেনা মোতায়েন, যৌথ বাহিনীর অভিযান শিগগিরই
- ভারতকে উড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান
- গলা ব্যথা হয় যেসব কারণে
- মনে পড়ে কি সেই শাকিল খানের কথা?
- পোস্টাল ব্যালট প্রেরণ, যেভাবে ভোট দেবেন প্রবাসীরা
- হাদি হত্যা: মামলায় ৩০২ ধারা সংযোজনের আদেশ
- শীত কি সত্যিই প্রেমের মৌসুম?
- মেসির ‘অমরত্বের’ তিন বছর
- মনে পড়ে কি সেই শাকিল খানের কথা?
- গলা ব্যথা হয় যেসব কারণে
- ভারতীয় ভিসা কেন্দ্র চালু
- `৭১-এর পর বাংলাদেশে ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে’ ভারত
- ওসমান হাদি: জীবন-মৃত্যুর লড়াইয়ের ৭ দিন
- নিয়ম মেনে চলার পরও ওজন কমছে না? জেনে নিন সমাধান
- পত্রিকা অফিসে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন আহমদ
- মেহজাবীনের মামলার শুনানি পেছাল
- বাংলাদেশের বিদায়, ফাইনালে ভারত-পাকিস্তান
- ‘সেভেন সিস্টার্স স্বাধীন কর’ স্লোগান: বাবর বললেন, ‘দুঃখজনক’
- প্রথম আলো-ডেইলি স্টার সম্পাদককে ইউনূসের ফোন
- শীতকালে চুল পড়া বাড়ে কেন?
- হাদির মৃত্যুতে তারকাদের কে কি লিখলেন
- মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ঢাকায় নামবেন তারেক রহমান
- আইপিএল: মোস্তাফিজকে কত দিনের এনওসি দিলো বিসিবি
- নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর পরিচয়
- দাদির কোলে ছবি দিয়ে জাইমার আবেগঘন পোস্ট
- পোস্টাল ব্যালট প্রেরণ, যেভাবে ভোট দেবেন প্রবাসীরা













