ঢাকা, ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৫৭০

পুতুলের সংসারও ভেঙে গেল 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৫ ১৫ মার্চ ২০২১  

সংসার  ভেঙে গেল সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের। মত ও আদর্শে মিল না হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন এই সংগীতশিল্পী। যদিও বিচ্ছেদের নির্দিষ্ট কোন তারিখ উল্লেখ করেননি তিনি।

 

২০১৯ সালের ১৫ মার্চ পারিবারিকভাবে পুতুল-নুরুলের বাগদান হয়েছিল। এরপর ২০ মার্চ কানাডাপ্রবাসী আলোকচিত্রী ইসলাম নুরুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। বিচ্ছেদ না হলে দু বছর পূর্ণ হতো তাদের সংসারের।

 
রোববার রাতে ফেসবুক স্ট্যাটাসে পুতুল লিখেছেন, “দুই বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, ঢুকেছিলাম যুগল জীবনযাপনে। বিবাহিত জীবনের খুব অল্প দিনের মাথায় বুঝেছিলাম পথটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এই পথটা ঠিক যেন আমার কল্পনার সেই পথটা নয়, যে পথে আনন্দে হেঁটে নেওয়া যায় অক্লেশে। মত আর আদর্শিক পার্থক্যগুলো নিছক পার্থক্য থেকে রূপ নিচ্ছিল চূড়ান্ত দ্বন্দ্বে।

 

তিনি আরও লেখেন, সম্পর্ক মুমূর্ষু হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল আমার সৃষ্টিশীল সত্তা। বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নিয়েছিলাম তখনই। হয়েছিল বিচ্ছেদ। অতঃপর আবার আমার সেই একক জীবনে ফেরা, সুর আর সাহিত্যের সাথে নির্বিঘ্ন একক সংসার। বিয়েটা ঘটা করে হবার বিষয়, বিচ্ছেদে ঘটা করার কিছু নেই। বিচ্ছেদে বিষাদের সুর বাজে আত্মায়। সেই সুর মন পাড়াতে একলা বাজাই ভালো। সকলকে নিয়ে সেই বিচ্ছেদি সুর উদযাপনের কিছু নেই।”

 

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ মার্চ পারিবারিকভাবে পুতুল-নুরুলের বাগদান সম্পন্ন হয়েছিল। এরপর ২০ মার্চ তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর