ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৮৫৪

প্রেমে পড়েছেন তাসনিয়া ফারিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৫ ১২ অক্টোবর ২০২১  

 নাটকে বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। এই নায়িকার টোল পড়া গালের হাসির মায়ায় বুঁদ হয়ে থাকেন তরুণেরা। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে সবশ্রেণির দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

ফারিন এবার  জোভানের লেখা একটি নতুন নাটকে কাজ করলেন।  নাটকের নাম ‘আমার বার্থ ডে’। নাটকটি পরিচালনা করেছেন সহিদ উন নবী।

এ বিষয়ে তাসনিয়া ফারিন বলেন, আমার কাছে ‘গল্পটা খুবই সুন্দর লেগেছে একদম প্রেমে পরে গেছি। চরিত্রগুলোও বেশ। কাজ করে আনন্দ পেয়েছি।

নাটকের গল্প নিয়ে নির্মাতা বলেন, ‘মজার একটি গল্প রয়েছে এ নাটকে। রোমান্টিক কমেডি ঘরানার একটা কাজ। দর্শকরা যেমন গল্প পছন্দ করেন আজকাল। ভালো বাজেটে এবং বড় আয়োজনে এর শুটিং করছি। আমার বিশ্বাস কাজটি দর্শকরা পছন্দ করবেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর