ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
good-food
৪৪১

‘বঙ্গবন্ধু’র চরিত্রে দিব্য-সৌম্য

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৪ ৪ অক্টোবর ২০২১  

দেশীয় টেলিভিশনের তারকা দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি। দুই ছেলে দিব্যজ্যোতি ও সৌম্যজ্যোতিকে নিয়ে তাদের সুখের সংসার। এবার বঙ্গবন্ধুর কিশোর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তারা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত ছবি ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন দিব্য। এটি পরিচালনা করছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। দিব্যর মতো এবার সৌম্যও বঙ্গবন্ধুর কিশোরবেলার চরিত্রে হাজির হচ্ছেন। অভিনয় করতে যাচ্ছেন ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামের সিনেমায়। যেটি নির্মাণ করছেন মুশফিকুর রহমান গুলজার।

পরিচালক বলেন, ‘আমার ছবিটি বঙ্গবন্ধুর ছোটবেলার অংশ নিয়ে তৈরি হচ্ছে। আর এ চরিত্রের জন্য সৌম্যকে নির্বাচন করেছি। আগামী ৭ অক্টোবর থেকে এর কাজ শুরু হবে।’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর