ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৯৩

বাংলাদেশের ফুটবল সম্পর্কে জানলেন রিয়াল মাদ্রিদ সভাপতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:২০ ২২ আগস্ট ২০২২  

স্প্যানিশ লা লিগায় গতরাতে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও সেল্টা ভিগো। সেল্টার মাঠে এ ম্যাচ দেখেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। একই শহরে জন্ম নেওয়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ অস্কার ব্রুজনও উপস্থিত ছিলেন এসময়। সেল্টা ভিগো ‘বি’ দলে একসময় কোচিং করানো ব্রুজন আড্ডার এক ফাঁকে বাংলাদেশের ফুটবল সম্পর্কে অবগত করেন রিয়াল সভাপতিকে।

 

কোচ ব্রুজন বর্তমানে স্পেনে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে তিনি বলেন, আমাদের ভালো সময় কেটেছে। পেরেজ এশিয়ার ফুটবলের খোঁজ-খবর রাখেন। বাংলাদেশের ফুটবল সম্পর্কেও তাকে বলেছি। এদেশ থেকে বসুন্ধরা কিংস যে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের (এসিএল) প্লে-অফ খেলবে, সেটাও তাকে জানিয়েছি।

 

দক্ষিণ এশিয়ার মাটিতে রিয়াল লিজেন্ডদের নিয়ে ম্যাচ আয়োজনের ইচ্ছা রিয়াল সভাপতির। কয়েক বছর আগে মাদ্রিদের সাবেক তারকা রবার্তো কার্লোস ভারতের আইএসএলের ক্লাব দিল্লি ডাইনামোসের হয়ে খেলেছেন। তাই দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পর্কে পেরেজের বেশ ভালো ধারণা আছে।

 

ব্রুজন বলেছেন, পেরেজ দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পর্কে অবহিত। তার ইচ্ছা রিয়াল লিজেন্ডদের নিয়ে এই অঞ্চলে ম্যাচ আয়োজন করার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর