ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
২৯৫

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৪ ৪ ফেব্রুয়ারি ২০২২  

নতুন বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজে ঘরের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। দুই ফরম্যাটের সিরিজ খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ এসে পৌঁছাবে আফগানিস্তান ক্রিকেট দল। এ

 

রপর সিলেটে গিয়ে তারা এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবে। সেখান থেকে অতিথি সফরকারী দল এবং টাইগাররা চট্টগ্রামে চলে যাবে।

 

২৩ ফেব্রুয়ারি থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজশুরু হবে। বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজটির সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। ২৮ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ শেষে দুই দল ফিরে আসবে ঢাকায়।

 

২ এবং ৫ মার্চ মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচগুলো শুরু হবে বেলা ৩টায়। এই সিরিজে ডিআরএস থাকছে। তবে দর্শক রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর