ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৬৪১

‘বাংলাদেশ এখন ইংল্যান্ডকে হারালে সেটা অঘটন নয়’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৯ ৭ জুন ২০১৯  

ইংল্যান্ড পেসার লিয়াম প্লানকেট বলেছেন, বাংলাদেশ এখন আর ছোট দল নয়। বিশ্বকাপে তাদের কাছে হারলে এখন আর সেটাকে আপসেট বলা যাবে না। শনিবার কার্ডিফে দুই দলের মুখোমুখি হওয়ার আগে এমন মন্তব্য করলেন তিনি।

চলতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। ২০১১ ২০১৫ বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারায় টাইগাররা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্লানকেট বলেন, আমরা দেখেছি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। এটা কোনো আপসেট নয়। টাইগাররা আগে ইংল্যান্ডকে হারিয়েছে। তখন সেটা ছিল অঘটন।  এখন হারলে তা নয়।
তিনি বলেন, এ টুর্নামেন্টে সত্যিকারের কোনো দুর্ভাগ্যজনক পরাজয় নেই। বাংলাদেশ এখন  শক্তিশালী দল। নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে তারা।
ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ জয় পেয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ১৪ রানে পরাজিত হয়েছে। প্লানকেট বলেন, উপমহাদেশের দলগুলোর নিজেদের দিনে সব কিছু করতে পারার একটা প্রবণতা আছে। পাকিস্তান যেমন খুব ভালো খেলতে পারে, আবার সেরকম খারাপও পারে। একইভাবে বাংলাদেশ ভারতও একই কাজ করতে অভ্যস্ত। তারা অনেক বেশি আবেদনে ভালো। এটা তাদের ক্রিকেট খেলার ধরন।
৩৪ বছর বয়সী গতিতারকা বলেন, আমরা বিশ্বজুড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিগ ব্যাশের মতো বড় টুর্নামেন্টে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলেছি। সুতরাং এটা আমাদের খেলোয়াড়দের জন্য খুব বড় কিছু হওয়া উচিত নয়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর