ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৭৬৫

বাংলাদেশ ক্রিকেট টিমের বিমানে যান্ত্রিক ত্রুটি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৪ ১ আগস্ট ২০১৯  

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইট ইউএল ১৮৯ - এ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এ অবস্থায় বিমান আকাশে উড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এ যাত্রায় বড় বাঁচা বেঁচে গেছেন খেলোয়াড়রা।

বিমানটিতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছিলেন।

শ্রীলঙ্কা সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফেরার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ফ্লাইট ছিল তামিম-মুশফিকদের। যথাসময়ে দলের খেলোয়াড়রা বোর্ডে উঠেছিলেন। কিন্তু নির্ধারিত সময়েও বিমান না ছাড়ায় সবাই উদ্বিগ্ন হয়ে ওঠেন।

সকাল ৮ টায় পাইলট জানান, বিমানের বাম উইংয়ে সমস্যা দেখা দিয়েছে। এরপর বিমান থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নামিয়ে নেয়া হয়। পরে নতুন একটি ফ্লাইট দেয়া হয়। সেটা স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু সেটাও সম্ভব হয়নি।

স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ফ্লাইট ছাড়ে। যান্ত্রিক গোলযোগের কারণে সব মিলিয়ে দেরি হয় আড়াই ঘণ্টারও বেশি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর