ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
৩৬১

বাংলাদেশ ছেড়ে আইপিএলে, দ.আফ্রিকা দলে জায়গা হারাচ্ছেন রাবাদারা!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০৯ ১২ এপ্রিল ২০২২  

ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা।  তবে ২ ম্যাচ টেস্ট সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নিয়েছে তারা।

 

এ সিরিজে ছিলেন না একঝাঁক প্রোটিয়া তারকা। সেই তালিকায় রয়েছেন কাগিসো রাবাদা, মার্কো জানসেন, লুঙ্গি এনগিদি, অনরিখ নরকিয়া, রসি ভ্যান ডার ডুসেন ও এইডেন মার্কররাম। দেশের পরিবর্তে আইপিএলে খেলছেন তারা।

 

এই সুযোগে তাদের পরিবর্তে টাইগারদের বিপক্ষে সুযোগ পাওয়া ক্রিকেটাররা দারুণ করেছেন। ফলে আগামীতে দক্ষিণ আফ্রিকা দলে আইপিএলে খেলা রাবাদা-এনগিদির সুযোগ নাও পেতে পারেন।

 

খোদ প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের ভাষ্যে এ আভাস পাওয়া গেছে।  বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জানি না, তারা আবার জাতীয় দলে নির্বাচিত হবেন কি না। কারণ, তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার এখতিয়ার আমার হাতে আর নেই।’

 

একই সুর ফুটে উঠেছে প্রোটিয়া কোচ মার্ক বাউচারের কণ্ঠে। তিনি বলছেন, তারা (রাবাদারা) আইপিএল খেলতে গিয়েছে এবং দলে নিজেদের জায়গা খালি করে দিয়েছে।

 

বাংলাদেশ সিরিজ শুরুর আগে রাবাদাদের উদ্দেশে এলগার বলেন, আইপিএল বাদ দিয়ে দেশের হয়ে খেলতে। কিন্তু সেই কথা শুনেননি তারা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর