ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
২৬৪

বাংলাদেশ ফুটবলের প্রোমো নির্মাণ করলেন আমির হামজা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৭ ২৮ অক্টোবর ২০২২  

আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপের সূচি চূড়ান্ত। ফিফা জানিয়েছে, আগামী ২১ নভেম্বর ৬০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন আল বায়েত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আসরটি মাঠে গড়াবে। ফুটবল বিশ্বকাপের সেই উম্মাদনা বিস্তারের জন্য বাংলাদেশের ফুটবলপ্রেমিরা ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে।

 

এরই মাঝে খুশির বার্তা নিয়ে ফুটবল ভক্তদের মাঝে হাজির হয়েছে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ভিডিও গ্রাফার আমির হামজা। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মতিক্রমে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে এদেশের ফুটবল নিয়ে প্রোমো তৈরি করেছেন।

 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়দের সোনালি স্মৃতিময় দিনের ছবি সংযুক্তির মাধ্যমে ২০২২ ফুটবল বিশ্বকাপের থিম সংয়ের মাধ্যমে প্রোমোটি তৈরি করছেন।

 

আমির হামজা জানান, ফুটবলের প্রতি গভীর ভালোবাসা নিয়ে এই প্রমো তৈরি করেছেন। প্রোমো তৈরিতে তাকে সহযোগিতা করায় আমির হামজা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

আমির হামজা মনে করেন, ফুটবলকে এগিয়ে নিতে হলে গভীরভাবে ভালোবেসে সাবেক খেলোয়াড়দের সন্মান ও শ্রদ্ধা করতে হবে। দেশের সোনালী দিনের ফুটবল ইতিহাসকে মনে করিয়ে দিতেই এমন উদ্যোগ হাতে নিয়েছেন তিনি।

 

আমির হামজার এই মহতী উদ্যোগকে স্বাগত জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন। বিশ্ব ফুটবল যখন খেলার মাঠ কাঁপাতে ব্যস্ত থাকবে ঠিক তখনই প্রোমোর ছন্দে-তালে নেচে গেয়ে উল্লাস করবে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর