ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৮৬৫

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের সূচি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৩ ৯ জুলাই ২০১৯  

বিশ্বকাপ মিশন শেষে সবে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেটাররা। তবে খুব বেশি দিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা। চলতি মাসের শেষদিকেই শ্রীলংকা সফরে যেতে হচ্ছে তাদের। ইতিমধ্যে সফরের সূচি চূড়ান্ত হয়ে গেছে।

এবার লংকা সফরের শুধু তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবেন টাইগাররা। দুই বোর্ডের সম্মতির পর সূচি চূড়ান্তের কথা জানিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)

গেল এপ্রিলে কলম্বোয় চার্চে হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে সফর চূড়ান্ত করতে সময় নিচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) দেশটির বোর্ডের দেয়া নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে তাতে ইতিবাচক সাড়া দেয় বিসিবি।

শ্রীলংকা-বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ জুলাই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২৮ জুলাই এবং ৩১ জুলাই হবে তৃতীয় শেষ ওয়ানডে। সব ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজ শেষে আগস্ট দেশে ফিরবে লাল-সবুজের দল।

বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজের সূচি:

তারিখ

ম্যাচ

ভেন্যু সময়

২৬ জুলাই ২০১৯

প্রথম ওয়ানডে

কলম্বো, দি/রা

২৮ জুলাই ২০১৯

দ্বিতীয় ওয়ানডে

কলম্বো, দি/রা

৩১ জুলাই ২০১৯

তৃতীয় ওয়ানডে

কলম্বো, দি/রা

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর