ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৪৭১

বাংলালিংকের বিরুদ্ধে মামলা করলেন জেমস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৭ ১০ নভেম্বর ২০২১  

মোবাইল অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগে ঢাকার নিম্ন আদালতে মামলার আবেদন করেছেন নগর বাউল জেমস। কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিজের গান সুরক্ষার জন্য এ আবেদন করেন তিনি।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদন করেন।
 
জেমসের আইনজীবী তাপস কুমার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে আদালতে পৌঁছে জেমস মামলা দায়ের করেন।

জানা গেছে, জেমসের অসংখ্য গান এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিক ব্যবহার করে আসছে। এ বিষয়ে কোনও সুরাহা না পেয়েই এবার আইনের আশ্রয় নিচ্ছেন জেমস।

এর আগে ১৯ সেপ্টেম্বর কপিরাইট আইনে মামলার আরজি নিয়ে একই আদালতে গিয়েছিলেন জেমস। আদালত তার মামলার আবেদন গ্রহণ না করে গুলশান থানায় মামলা করার নির্দেশ দিয়েছিল।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর