ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
good-food
১৯৬

বিপিএল মাতাতে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ঢাকায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৭ ২ ফেব্রুয়ারি ২০২২  

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে ঢাকায় পৌঁছে গেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই বাংলাদেশের পথে রওনা দেন মঈন। মোটা অংকের চুক্তিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে বিপিএল খেলতে ঢাকায় এলেন তিনি। 


 বৃহস্পতিবার এবারের বিপিএলে কুমিল্লা তাদের পঞ্চম ম্যাচ খেলবে । এই ম্যাচ দিয়েই মঈন আলীর বিপিএল যাত্রা শুরু হবে বলে জানা গেছে।
বর্তমানে ৪ ম্যাচে তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় কুমিল্লা দ্বিতীয় স্থানে। ঢাকা পর্বে আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে। আর পরদিন ৪ ফেব্রুয়ারি শুক্রবার কুমিল্লা খেলবে মিনিস্টার ঢাকার বিপক্ষে। দলে মঈনের যোগদান বাড়তি প্রেরণা দিতে পারে ভিক্টোরিয়ান্স শিবিরে।

অন্যদিকে তারকায় ঠাসা কুমিল্লা দলে যোগ দিয়ে এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি ক্যারিবীয় স্পিনার সুনীল নারায়ন। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর