ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৮০

বিমান বন্দরে নারী ফুটবল দলকে ফুলেল সংবর্ধনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৩ ২১ সেপ্টেম্বর ২০২২  

প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবল দলকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান খেলোয়াড়দের গলায় ফুলের মালা পরিয়ে দেন। এসময় ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিমান বন্দর থেকে বের হয়ে এলে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বাফুফের  কর্মকর্তারা সাফ জয়ী মেয়েদের মিষ্টিমুখ করানো হয়। বিমানবন্দরের বাইরে মেয়েদের বরণ করে নিতে ফুটবলপ্রেমী জনতার ঢল নামে। ট্রফি প্যারেডের জন্য প্রস্তুতকৃত ছাদখোলা বাসটি ফুল দিয়ে সাজানো হয়েছে।
 

 

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে মাতিঝিলের আরামবাগ বাফুফে ভবনে যাবেন ফুটবলাররা। শিরোপা নিয়ে  বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সানজিদা-সাবিনাদের বহন করা উড়োজাহাজটি। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর