ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
৪১১

বিশ্বকাপের পর কী আর্জেন্টিনার হয়ে খেলবেন মেসি?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৭ ২৬ মার্চ ২০২২  

চলতি বছরের শেষদিকে ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে ভাববেন লিওনেল মেসি। তবে তিনি বলেন, কাতারে নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপের পর অনেক কিছু পরিবর্তন হবে।

 

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার (২৫ মার্চ) ঘরের মাঠে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। খেলা শেষে তিনি এ কথা বলেন।

 

মেসি বলেন, ‘আমি জানি না বিশ্বকাপের পর কী করব। এ মুহূর্তে সামনে যা আসছে তা নিয়ে ভাবছি। তবে কাতার মিশনের পর অনেক বিষয় বদলে যাবে। নতুন করে সবকিছু শুরু করব।’ 

 

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতে  আর্জেন্টিনা। এতে দেশের হয়ে আরাধ্য শিরোপাও জেতেন মেসি। ফলে ক্যারিয়ারে আর তার কোনও হতাশা নেই। 

কিন্তু তিনি দাবি করেন, জাতীয় দলের হয়ে শিরোপা জেতার আগেও খুশি ছিলেন। এই ওয়ান্ডারম্যান বলেন, ‘আমি আর্জেন্টিনাতে যখন আসি, তখন প্রচুর ভালোবাসা পাই। এজন্য দেশবাসী, কোচ, সতীর্থদের কৃতজ্ঞতা জানাই।’

 

আগামী জুনে ৩৫ বছরে পা দেবেন মেসি। স্বাভাবিকভাবেই সাংবাদিকরা তার কাছে জানতে চান, কাতার বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর খেলবেন কি না? 

 

জবাবে তিনি বলেন, ‘আমি জানি না। এখন সামনে যা আছে, তা নিয়ে চিন্তা করছি। আগামী মঙ্গলবার ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে আছে। এছাড়া জুনে ও সেপ্টেম্বরে ম্যাচগুলোর জন্য ভাবছি।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর