ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৮২১

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় নীরব প্রতিবাদ জুনায়েদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৫ ২১ মে ২০১৯  

মোহাম্মদ আমিরকে পেছনে ফেলে বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছিলেন পেসার জুনায়েদ খান। টুর্নামেন্টের জন্য তিনি দলের সঙ্গে ইংল্যান্ড যাবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে নির্বাচকরা তার পরিবর্তে চূড়ান্ত দলে আমিরকে বেছে নিয়েছেন।
দল থেকে বাদ পড়ে টুইটারে নিজের হতাশা প্রকাশ করেছেন জুনায়েদ। পোস্ট করা এক ছবিতে দেখা গেছে টেপ দিয়ে নিজের মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আমি কিছু বলতে চাই না। সত্য সদা তিক্ত।
গেল মাসে ঘোষিত পাকিস্তানের প্রাথমিক দলে আমিরের নামই ছিল না। তবে গেল রোববার শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নাম ছিল তার। কিন্তু জল বসন্তে আক্রান্ত হওয়ায় খেলতে পারেননি। এখনও পুরোপুরি সেরে ওঠেননি বাঁহাতি পেসার।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে জানানো হয়েছে, আমির জল বসন্ত থেকে সেরে উঠেছেন। চলতি সপ্তাহে আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে পাওয়া যাবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর