ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৭০৭

ব্রাজিলের বিপক্ষে আমাদের দুটি পেনাল্টি দেননি রেফারি: মেসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৮ ৩ জুলাই ২০১৯  

আর্জেন্টিনাকে - গোলে হারিয়ে এক যুগ পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। দুর্দান্ত খেলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আলবিসেলেস্তেদের। ম্যাচে রেফারির ভূমিকা নিয়ে চটেছেন তাদের প্রাণভোমরা লিওনেল মেসি। তার দাবি, আর্জেন্টিনাকে দুটি পেনাল্টি দেননি ম্যাচ অফিসিয়ালরা।

তিনি বলেন, ম্যাচে শুরুতেই গোল পেয়ে যায় ব্রাজিল। কিন্তু এর পর আগুয়েরোকে ন্যায্য পেনাল্টি দেয়া হয়নি। আমি মনে করি, আমরা দুটি পেনাল্টি পেতাম। একটি ওতামেন্ডি, আরেকটি কুনের (আগুয়েরো) ক্ষেত্রে। কিন্তু আমাদের বঞ্চিত করা হয়েছে।

ফুটবলের খুদে জাদুকর বলেন, রেফারিরা জঘন্যভাবে ম্যাচ পরিচালনা করেছেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দরকার হলেও এর সহায়তা নেয়া হয়নি। এসব বিশ্বাস করা কঠিন। আমরা অনেক চেষ্টা করেছি। ছন্দময় ফুটবল খেলেছি। কিন্তু দুর্ভাগ্যবশত গোল পায়নি। গোলপোস্টে দুবার বল লেগে ঘুরে এসেছে আমাদের।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর