ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৭৩১

‘ভাইরাল গার্ল’ নাটকে রেকর্ড গড়লেন মেহজাবিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২১ ৬ ফেব্রুয়ারি ২০২১  

এবার 'ভাইরাল গার্ল’ নাটকে রেকর্ড গড়লেন মেহজাবিন। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে তার অভিনীত ‘ভাইরাল গার্ল’ নাটকটি। একদিনেই ১০ লাখ ভিউ হয় এই নাটকের। এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।

 

‘সে নো টু অনলাইন হ্যারেসমেন্ট’ স্লোগান নিয়েনা টকটি নির্মিত হয়েছে। সিরিয়াস গল্প নিয়ে তৈরি নাটকটি দর্শকদের কাছে দ্রুত আলোচিত। এতে মেহজাবিন জুটি বাঁধেন মনোজ প্রামাণিকের সঙ্গে।এজন্য দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানান অভিনেত্রী। 
কয়েক বছর ধরেই জনপ্রিয়তা ও ব্যস্ততার শীর্ষে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সমসাময়িক প্রায় সব অভিনেতাদের বিপরীতে নিয়মিত কাজ করছেন।

 

তার নাটক মানেই দর্শকদের কাছে অন্যরকম চমক। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই গ্ল্যামারকন্যা নিজেকে বিভিন্ন চরিত্রে ভাঙছেন। শুধু গ্ল্যামারনির্ভর চরিত্রে তিনি সীমাবদ্ধ নেই। ইউটিউবে ভিউয়ের দৌড়েও তার নাটকএগিয়ে ।

 

মেহজাবিন বাংলাদেশের প্রথম অভিনেত্রী যার নাটক ইউটিউবে কোটি ভিউ’র ঘর অতিক্রম করে। মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকের মধ্য দিয়ে তিনি এই রেকর্ড করেন। ২০১৭ সালে এই নাটকটি ইউটিউবে প্রকাশ পায়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর